বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ। পৃথিবীর র্দীর্ঘতম সমুদ্র সৈকত, সমুদ্র ও দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ রোড, পাহাড়, নাফ নদী, সেন্টমার্টিন দ্বীপ সহ অসংখ্য পর্যটক স্পট নিয়ে গঠিত এই উপজেলা।
দেশের সুপারি ও লবনের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখেন এই টেকনাফ উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা এই জনপদের একটিই দূর্ণাম মাদক! এই উপজেলার শতকরা ২% মানুষ মনে করে থাকেন অবৈধ ব্যবসা ছাড়া জীবনে উন্নতি করা অসম্ভব! বাকি শতকরা ৯৮% মানুষ অন্যান্য উপজেলার মতোই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। সাধারণ জীবন যাপন করা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে যারা খুবই পরিশ্রমী এবং উদ্যোগী তাদের জীবন মান উন্নতির লক্ষে কাজ করে যাচ্ছে নাফ রাইজিং গ্রুপ। টেকনাফ উপজেলার মানুষ ভবিষ্যতের জন্যে সঞ্চয় করেন না বললেই চলে। কারণ টেকনাফ উপজেলা হচ্ছে একটি বানিজ্যিক শহর, ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে কাজের কোন অভাব নেই। যেহেতু টেকনাফ উপজেলার মানুষ সঞ্চয় করতে অভ্যস্ত নয় সেহেতু আমরা নাফ রাইজিং লিমিটেডের পক্ষ থেকে প্রজেক্ট-1 নামে একটি ড্র প্রোগ্রাম শুরু করেছি। এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার টাকা হয়তো জমা করছেন, নইতো বিনা সুদে একটি লোন পেয়েছেন। অর্থাৎ আপনি আমাদের ড্র প্রোগ্রামের মাধ্যমে দৈনিক ১০০ টাকা জমা দিচ্ছেন। এভাবে একই সাথে টেকনাফ উপজেলার ২০০ দোকানদার/ব্যবসায়ী প্রতি ১০ দিনে ২ লক্ষ টাকা জমা দিচ্ছে এবং তা ড্রয়ের মাধ্যমে একজন সদস্য নগদে গ্রহণ করছেন। যারা প্রথমে টাকা পাবেন তারা মূলত সুদ বিহীন একটি ঋণ পাওয়ার মতোই এবং যারা একটু শেষের দিকে পাবেন তারা তাদের সঞ্চয়ের টাকা পাওয়ার মতোই। এভাবে ২০০ জন সদস্য যার যার টাকা আগে বা পরে পেতে সক্ষম থাকবে। আমাদের পরবর্তী উদ্যোগ হচ্ছে প্রজেক্ট-2। এটি মূলত একটি EMI সার্ভিস যার মাধ্যমে আমরা কাস্টমারদের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগে মোবাইল, কম্পিউটার, স্বর্ণ, ফার্ণিচার, আইপিএস থেকে শুরু করে যে কোন পণ্য বিক্রি করে থাকি। গত 03-09-2023 ইং তারিখ হতে টেকনাফ উপজেলা হতে আমাদের এই সার্ভিস চালু হয়। সার্ভিসটি খুব শীগ্রই পুরো দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।Teknaf, Cox's Bazar
nafrisinggroup@gmail.com
01832 302230